ব্ল্যাঞ্চ মনিয়ের: চিলেকোঠায় অবরুদ্ধ এক ভালোবাসার গল্প
যে ২৫ বছর মনিয়ের বন্দী ছিলেন সে সময়টাতে উনি একবারের জন্যও সূর্যের আলো দেখেননি। অন্ধকার যে ষ্টোর-রুম থেকে পুলিশ বীভৎস ও মৃতপ্রায় মনিয়েরকে উদ্ধার করেন তার গন্ধ এত প্রকট ছিলো যে, কয়েকজন পুলিশ সদস্য সেখানেই বমি করে দেন।