প্রকৃতিগতভাবেই মানুষ কৌতুহলি এবং ভাবুক। জানা অজানা বিভিন্ন বিষয়ের উপর কৌতুহল আমাদেরকে চিন্তা করতে বাধ্য করে। প্রজন্মের পর প্রজন্ম সে চিন্তাগুলি আমরা বন্দী করে রেখেছি আমাদের লেখনীর মাধ্যমে। লেখার মাধ্যমে চিন্তা বা জ্ঞানকে ধরে রাখার এ প্রক্রিয়া নানা বিবর্তনের মধ্যে দিয়ে বিকশিত এবং সমৃদ্ধ হয়েছে। একেবারে আদিযুগে লিপি আবিষ্কারের পূর্বে গুহার দেওয়ালে আঁকিবুকি দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা পাথর খোদাই, গাছের পাতা, গাছের বাকল এবং কাগজের যুগ পেরিয়ে আজ ডিজিটাল পাতায় এসে পৌঁছেছে।

বর্তমানে যেকোন বিষয়ে জানা বা অনুসন্ধানের জন্য আমাদের মোবাইল বা কম্পিউটারের কয়েকটি ক্লিকেই হাতের মুঠোই পেয়ে যাচ্ছি সংশ্লিষ্ট বিষয়ের দেশ বিদেশের বিভিন্ন বই, ম্যাগাজিন এবং আর্টিকেল। প্রযুক্তির এ সুবিধাকে কাজে লাগিয়ে দেশ বিদেশের জানা অজানা নানা বিষয় পাঠকদের মাঝে সহজবোধ্য এবং নির্ভূল তথ্যের সমন্বয়ে তুলে ধরতে আমরা তৈরি করেছি বাংলা ভাষায় অন্যতম সমৃদ্ধ জ্ঞানের প্লাটফর্ম ”লেখারপাতা”।

বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, অর্থনীতি, সাহিত্য, উপকথা, খেলাধূলা, বিনোদন, বই ও জীবনী, নানা রহস্যময় ঘটনা, এবং সাম্প্রতিক বিশ্ব সহ বিভিন্ন বিষয়ে সমৃদ্ধ এবং নির্ভরযোগ্য তথ্যের সমারোহে গড়ে উঠছে “লেখারপাতা”। ”লেখার পাতার” প্রতিটি আর্টিকেল আপনাকে নিয়ে যাবে বিষয়বস্তুর গভীরে। এক্ষেত্রে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের প্রধান লক্ষ্যই হলো সহজবোধ্য এবং আকর্ষণীয় লেখনীর মাধ্যমে জটিল বিষয়বস্তুকে পাঠকের সামনে অত্যন্ত সহজ, সাবলীল এবং উপভোগ্যভাবে তুলে ধরা। পাশাপাশি পাঠের আনন্দ সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে জ্ঞানের চর্চাকে প্রতিষ্ঠিত করতে এগিয়ে চলেছি আমরা।

বাংলা ভাষাভাষী পাঠকের জন্য ”লেখারপাতা” জ্ঞানের পথে একটি দীর্ঘ আলোকযাত্রা। আনন্দময় এবং উপভোগ্য এ পথযাত্রায় স্বাগতম আপনাকেও। লেখার পাতার সাথে কাটানো আপনার প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক অর্থবহ। হ্যাপি রিডিং . . .